Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে ৩ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২২:১২

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২৫ মে) দুপুরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মন্ডল (৩০)।

স্থানীয়রা জানান, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সোনাপুর হাটটি একটি গুরুত্বপূর্ণ হাট। এ হাটের একাংশের বার্ষিক ইজারা পান আরজুল মোল্লা। ইজারায় অংশ নেন কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল হাটের ইজারা নিতে না পারায় দুজনের মধ্যে বিরোধ চলছিল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটে আসলে শিমুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।

রোববার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান শুরু করেছে। এই ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ করেনি।

বিজ্ঞাপন

সারবাংলা/এসআর

ইজারা নিয়ে দ্বন্দ্ব কুপিয়ে জখম রাজবাড়ী হাটের ইজারা