Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় শুরু হলো নজরুল উৎসব, বেলুন উড়ালেন মোস্তফা সরয়ার ফারুকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২২:৪৪

কুমিল্লা: কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তিনদিন ব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধন শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আপনারা যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন- নজরুল কিরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। তার ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত। স্মৃতি ধরে রাখার জন্য আমাদের চেষ্টা থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও পুলিশ সুপার নাজির আহমেদ খান। পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাবাংলা/এসআর

কুমিল্লা নজরুল উৎসব মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর