ঢাকা: সংস্কার, বিচার এবং নির্বাচন— এই তিন মৌলিক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘দৃঢ়ভাবে’ সমর্থন করে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের চরিত্র বুঝতে হবে। এটা কেবলই নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠিত কোনো সরকার না। বরং অজস্র মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাতের পরে মুক্তিকামী জনতার সরকার। নির্বাচন আয়োজন করা এই সরকারের দায়িত্ব। তবে, তারও আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এ সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই।’
‘এই তিন মৌলিক কাজ সম্পন্ন করতে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ’— বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানকে কয়েকটি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো— ১. প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার ওপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আস্থা রাখে, ২. ফ্যাসিবাদী শক্তি যারা ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, দ্রুততার সাথে তাদের বিচার দৃশ্যমান করতে হবে, ৩. স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে হবে। কারণ, তাতেই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং ৪. বিতর্ক তৈরি করে এবং স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও আলাপ আলোচনা করে নিলে অহেতুক ভুল বোঝাবোঝি থেকে রক্ষা পাওয়া যাবে।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। সেখানে আমরা বলেছি-অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন জয়-পরাজয় একসাথে হবে। রণেভঙ্গ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারব।’