Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ৪ তরুণের বিষপান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০০:২৩ | আপডেট: ২৬ মে ২০২৫ ০০:২৫

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ বিষপান করেছেন। জানা গেছে, পকেটে করে তারা আগেই বিষ নিয়ে আসেন এবং একটি মিটিং চলাকালে হাসপাতাল পরিচালকের কক্ষে গিয়ে সেই বিষ পান করেন।

রোববার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটলেও রাত ৯ টার দিকে এটি জানাজানি হয়। এর পরও কোনো পক্ষই মুখ খুলতে রাজি হয়নি। পরে বিষয়টি জানাজানি হয়।

বিষপানকারীরা হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চক্ষু বিজ্ঞান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘বিষপান করা ওই চার যুবক এখন আশঙ্কামুক্ত।’

হাসপাতাল সূত্রে জানা যায়, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা।

জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো আহতরা অভিযোগ করেছেন, দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি।

ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা চারজন আজ বিষপান করেছেন। তারা আগেই পকেটে করে বিষ নিয়ে আসে। কিন্তু আমার রুমে এসে মিটিং চলাকালীন তাদের এই কর্মকাণ্ডে খুবই অবাক হয়েছি। ঠিক কী কারণে তারা এমন করেছে, আমরা কিছুই জানি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা সাধারণ রোগীদের বেড ফাঁকা করে দীর্ঘ ৯ মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দিয়ে আসছি। কিন্তু তাদের এ ধরনের আচরণ আমাদের খুবই মর্মাহত করে। আমাদের পক্ষ থেকে যতটা সেবা দেওয়ার, আমরা তা দিয়েছি। তারা এখন চাইলে নিজ নিজ বাসায় গিয়েই বাকি চিকিৎসা ও পুনর্বাসনের কাজটি সম্পন্ন করতে পারেন। তারপরও তারা হাসপাতালে আছেন, আমরাও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

চার তরুণ জুলাই অভ্যুত্থান বিষপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর