লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ; স্প্যানিশ ফুটবলের ‘ঘরোয়া ট্রেবল’ জেতা হয়েছে আগেই। লা লিগা ও এবারের মৌসুমের শেষ ম্যাচে তাই নির্ভার হয়েই মাঠে নেমেছিল লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই মৌসুমের ইতি টানল বার্সা। এই মৌসুমে একমাত্র দল হিসেবে লা লিগায় গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে কাতালানরা।
অ্যাথলেটিকের মাঠে ম্যাচের ১৪ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডস্কি। এই ম্যাচের আগ পর্যন্ত এবারের লিগে বার্সার গোলসংখ্যা ছিল ৯৯টি। লেভানডস্কির এই গোলে সেঞ্চুরি পূর্ণ করে বার্সা। এবারের মৌসুমে একমাত্র দল হিসেবে এই রেকর্ড গড়লেন তারা।
বার্সার গোলের সেঞ্চুরির পাশাপাশি এই গোলে নিজের গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন লেভানডস্কিও। ক্লাবের হয়ে ১৪৭তম ম্যাচে এসে ১০০তম গোলের দেখা পেলেন তিনি। ১৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন লেভানডস্কি।
ম্যাচের ৯৪ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলে আসে দানি অলমোর পা থেকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ৩৮ ম্যাচে ১০২ গোল, ২৮ জয়, ৬ পরাজয় ও ৪ ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা জিতলেন তারা।