Tuesday 27 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকা হালনাগাদে ইসির নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০৮:২৭ | আপডেট: ২৬ মে ২০২৫ ১০:১৬

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: চলমান ভোটার তালিকা হালনাগাদের তথ্য আবারও প্রুফ রিডিংয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কশিমন (ইসি)।

‎কমিশন সূত্রে জানা গেছে, যেকোনো করণীক ভুল যেন না থাকে, সেজন্য হালনাগাদে সংগ্রহ করা তথ্য আবারও প্রুফ রিডিংয়ের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

‎জানা গেছে, এরইমধ্যে নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এ নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

‎সেই নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল এবং প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রম এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে।

‎ফলে ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

‎এই অবস্থায় সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রুফ রিডার ও ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা পূর্বে কাজ করেছেন, তাদের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞদের পুনরায় প্রুফ রিডিং এর দায়িত্ব প্রদান করে আগামী ২০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

‎এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ‘খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে ২০২৫ সালের হালনাগাদে যে সকল নাগরিকদের তথ্য আমরা নিয়েছি, সে সকল নাগরিকদের তথ্যের ভুল-ত্রুটি পরিহারের লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম পরিচালনা করা হবে।’

‎তিনি আরও বলেন, ‘একসঙ্গে অনেক ভোটারের তথ্য আপলোডের ফলে টাইপিং মিস্টেকের কারণে কিছু ভুল হয়, সেগুলো অনেকই খেয়াল করে না। যেগুলো আমাদের কর্মকর্তাদের দ্বারা হয়ে থাকে। যে ভুলগুলো আমাদের দ্বারা হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করে সংশোধন করব। আগে যেমন আমরা র‌্যান্ডম স্যাম্পলিং করে প্রুফ রিডিং করতাম এখন তা পূর্ণাঙ্গভাবে করব। ২০২৫ সালের হালনাগাদে যারা ভোটার হয়েছেন তাদের সবাই এ কার্যক্রমের আওতায় আসবেন।’

‎এবারের হালনাগাদে ৬৩ লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করেছে ইসি। আর সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর