Tuesday 27 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে মাল্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:২৭

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে ইউরোপের দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

রোববার (২৫ মে) মাল্টার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে।

মাল্টা এরইমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে এবং ২০২৩ সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

প্রধানমন্ত্রী আবেলা বলেছেন, ‘গাজার মানবিক বিপর্যয় দেখে আমরা আর চুপ থাকতে পারি না। চার দশকেরও বেশি সময় আলোচনার পর এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে।’

এদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রু ঘোষণা দিয়েছেন, এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে ১৭–২০ জুন অনুষ্ঠিতব্য এক সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ

কানাডা ফিলিস্তিন ফ্রান্স মাল্টা যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর