Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:০৬

ঘটনাস্থল।

খুলনা: খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় খাদে পড়ে গিয়ে আজহারুল (১৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া থানাধীন ঝিলেরডাঙ্গা নিঝুমপুরে ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। অপরদিকে, বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুটি বাহন ঝিলেরডাঙ্গা নঝুমপুর নামক স্থানে পৌঁছালে বাসটি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

চালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর