Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্ডানের পথে রওনা আফঈদা-ঋতুপর্ণারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:৩৯

বিমানবন্দরে নারী দলের ২৩ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা

জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ (সোমবার)  সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বের আগে জর্ডানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ দলের ৩০ সদস্যের বহর সকালে দেশ ছেড়েছে।  ২৩ জন ফুটবলার ও বাকি ৭ জন কোচিং স্টাফের সদস্য।

জর্ডান পৌঁছানোর আগে বাহরাইনের রাজধানী মানামায় ট্রানজিট আছে বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের আজই জর্ডানের আম্মানে থাকার কথা।

বিজ্ঞাপন

জর্ডানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ (রবিবার) ২৩ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। কোচ বিদ্রোহে জড়িত থাকা ১৮ ফুটবলারের ৯ জনের জায়গা হয়েছে এই দল। তবে বাইরেই রইলেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী সরকার ও মাসুরা পারভীনের মতো সাফজয়ী সিনিয়র ফুটবলাররা। জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নতুন তিন মুখ ফেরদৌসি আক্তার, শান্তি মার্ডি ও উমেলা মারমা।

চলতি বছরের শুরুতে কোচ বাটলারের অপসারন চেয়ে বিদ্রোহ করে বসেন ১৮ নারী ফুটবলার। সেই ১৮ জনের মধ্য থেকে জায়গা হয়েছে রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকার।

মায়ানমারে আগামী ২৩ জুন শুরু হবে নারীদের এশিয়ান কাপের বাছাইপর্ব। ‘সি;’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক মায়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সেই টুর্নামেন্টের প্রস্তুতি সারতেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩১ মে জর্ডানের বিপক্ষে ম্যাচের পর ৩ জুন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর