খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. রনি ওরফে কালো রনি (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) দুপুরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ মে) দিবাগত রাত ১২ টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নিহত মো. রনি মোছাব্বরপুর গ্রামের মো. আনোয়ার হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১ টার দিকে রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়লে মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।