Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সর্বজনীন পেনশন কর্মসূচি সফল করতে সকলের অংশগ্রহণ থাকতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৯:০৫

ঢাকা: সামাজিক নিরাপত্তা কাঠামোর বাইরে থাকা জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন কর্মসূচিকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং এ কর্মসূচী সফল করতে হলে সকলের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।

সোমবার (২৬ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সর্বজনীন স্কিম বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব পদমর্যাদার ৮৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এওয়াইএম জিয়াউদ্দীন আল-মামুন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট) মো. গোলাম মোস্তফা।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সর্বজনীন পেনশন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচিকে সফল করার জন্য আমাদের সকলের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে। মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অংশগ্রহণ বাড়ানো সম্ভব হলে এ দেশের মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোতে নিয়ে আসা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান বলেন, এ কর্মসূচি সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া সম্ভব হলে সামাজিক নিরাপত্তা কাঠামোর বাইরে থাকা জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। সর্বজনীন পেনশন স্কিমকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ কাজ করে চলেছে। এ ধরনের কর্মশালা নতুন নতুন ধারনা তৈরিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

কর্মশালা সর্বজনীন পেনশন স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর