Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিশু গৃহকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৭:১৭

মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো: শিশু গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিশু নির্যাতন প্রতিরোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি এক শিশু গৃহকর্মীর যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয় উল্লেখ করে মানববন্ধনে জানানো হয়, সম্প্রতি সরকারি শিশু সহায়তা হটলাইন ১০৯৮ নম্বরে ফোন করে এক শিশু গৃহকর্মী যৌন নির্যাতনের অভিযোগ করেন। এর ভিত্তিতে সমাজসেবা অধিদফতর তাকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে থানায় মামলা করেন।

এ ঘটনাকে ভিত্তি ধরে আয়োজিত মানববন্ধনে অপরাজেয় বাংলাদেশ’র প্রতিনিধি জিনাত আরা বেগম বলেন, ‘শিশুটি দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। টেলিভিশনে ১০৯৮ হটলাইনের তথ্য দেখে সাহস করে ফোন করে সে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনা প্রমাণ করে আমাদের অগোচরে এ ধরনের নির্যাতন প্রতিনিয়ত ঘটে চলেছে। রহিমার মতো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনি কাঠামো ও জনসচেতনতা উভয়ই জরুরি।’

ইপসা’র প্রতিনিধি মোহাম্মদ আলী শাহিন বলেন, ‘শিশু গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। এ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানই পারে এমন ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, অপরাজেয় বাংলাদেশ’র বিভাগীয় সমন্বয়কারী মাহবুবুল আলম, ঘাসফুল প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সংশপ্তক প্রতিনিধি সূচিত্রা মিত্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসআর

গৃহকর্মী নির্যাতন নিরাপত্তার দাবি নির্যাতন প্রতিরোধ মানববন্ধন শিশু নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর