Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ হয়ে আদালত ছাড়েন পরীমনি, জেরার দিন পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৬ মে ২০২৫ ২১:৫১

চিত্রনায়িকা পরীমনি

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আদালতে উপস্থিত হয়ে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল। তবে অসুস্থ হয়ে পড়ায় তাকে আজ জেরা করা হয়নি।

এদিন সকাল ১১টা ৫ মিনিটের দিকে আদালতে আসেন পরীমনি। বিকেল সাড়ে ৩টার দিকে তার মামলার শুনানি হবে বলে আদালত থেকে জানানো হয়। এরপর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিজ গাড়িতেই বসে ছিলেন। এর মধ্যেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে জেরার জন্য আদালতে সময় চেয়ে আবেদন করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এরপর আদালত ছাড়েন এই নায়িকা।

এর আগে, ২০২২ সালের ২৯ নভেম্বর সকালে স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন পরীমনি। ওই সময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর আদালত পরীমনির আংশিক জবানবন্দি রেকর্ড করেন।

আদালত চত্বরে পরীমনি।

গত বছরের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ। এ ছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর গত বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরীমনি। সেখানে তাকে ধর্ষণচেষ্টাসহ হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন এই নায়িকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এইচআই

আদালত আদালতে হাজিরা পরীমনি শ্লীলতাহানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর