সড়ক দুর্ঘটনায় সংবাদপত্র বিক্রেতা নিহত
২৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১০:৫৮
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর রাজারবাগ টেলিকম ভবনের সামনে চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় এক সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের কাছে থাকা পরিচয় পত্রের মাধ্যমে জানা যায়, তার নাম মানিকুজ্জামান (৩৭) বাবার নাম আনছার উদ্দিন। তিনি আরামবাগের থাকতেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইয়াছিন নামের এক সিএনজি চালক জানান, ভোরে রাজারবাগ টেলিকম ভবনের সামনের চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। আহত মানিকুজ্জামানকে পুলিশ সদস্যরা সিএনজিতে তুলে দেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএ/এমএ