বরিশাল: বরিশালের উজিরপুরে মনোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঋণের চাপে ও পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
সোমবার (২৬ মে) সকালে উপজেলার সাতলা ইউনিয়নের ভূঁইয়া বাড়ির নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা বেগম সাতলা ইউনিয়নে বাসিন্দা মৃত ছালাম বালির স্ত্রী।
নিহতের মেয়ে ফাতেমা জানান, আমার মা সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দরজা খোলা হয়। ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত মনোয়ারা বেগম দুই ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হন। এছাড়াও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।