Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের প্রেসক্রিপশনে আর জঙ্গি নাটক সাজানো যাবে না: হাসনাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২৬ মে ২০২৫ ২৩:২৫

চট্টগ্রামে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে আর জঙ্গি নাটক সাজানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ মে) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ডাকবাংলো চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা বলতে চাই, আমরা জাতীয় ঐকমত্যে রয়েছি। কোনো বিদেশি শক্তি, দেশীয় ষড়যন্ত্র আমাদের বিভক্ত করতে পারবে না। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, ধর্মীয় কার্ড খেলে, উগ্রবাদী ট্যাগ দিয়ে কেউ আমাদের আর বিভাজিত করতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি নাটক আর সাজানো যাবে না।’

বাংলাদেশে শুধু বাংলাদেশপন্থীরাই থাকবে মন্তব্য করে তিনি বলেন, ‘এই বাংলাদেশ আর কোনোদিন বিদেশি প্রেসক্রিপশনের শাসনে পরিচালিত হবে না। এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দিয়ে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। কেউ যদি ক্ষমতায় আসতে চায়, তাকে বাংলাদেশের ভূখণ্ডের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বহিঃশক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। সবসময় সচেতন থাকতে হবে, কখনোই আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়। বিভাজনকে পুঁজি করে আমাদের জাতীয় ঐক্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে।’

সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিভিন্ন সময় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়। আমরা এটা নিশ্চিত করব, আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমাদের হিন্দু ভাইয়েরা। আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা। এটা আমরা সবাই মিলে নিশ্চিত করব। এনসিপি সাম্য, মানবাধিকার নিশ্চিত করে মানুষের মর্যাদার একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে।’

বিজ্ঞাপন

পিলখানা-শাপলা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরুর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। আমরা দেশবাসীর সহায়তায়, জাতির সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে চাই, সুনির্দিষ্ট সংস্কার এবং এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে- পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর বিচারকাজ শুরু করুন।’

‘একইসঙ্গে আমাদের হাসিনা হয়ে ওঠার যে সংবিধান রয়েছে, মুজিববাদী সংবিধান, এটা মুজিববাদী সংবিধান নয়, এটা হচ্ছে আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন সংবিধান প্রণয়ন করুন।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সারাবাংলা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে, যেটা বলেছেন আপনারা, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আপনারা প্রকাশ করুন।’

সাংগঠনিক সফরে এসে সোমবার সন্ধ্যা পর্যন্ত উত্তর চট্টগ্রামের ছয় উপজেলায় হাসনাত আবদুল্লাহ মোট ছয়টি পথসভায় বক্তব্য রাখেন। স্থানগুলো হচ্ছে- রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট, রাউজান বাসস্ট্যান্ড, হাটহাজারী ডাকবাংলো, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, মীরসরাইয়ের বারইয়ারহাট বাজার এবং সীতাকুণ্ড বাজার।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা।

সারাবাংলা/আরডি/এইচআই

‘জঙ্গি নাটক’ এনসিপি হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর