Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বৈবিছা’র নেতাকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২০:২৬ | আপডেট: ২৬ মে ২০২৫ ২১:৫১

ছবি সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আয়াস জানান, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী যুবক তাকে ঘিরে ধরে নানান গালিগালাজ করে এবং তাকে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে তার পায়ে এবং শরীরের দুয়েক জায়গায় ছুড়ির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় তার পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দ্রুত ভর্তি করান।

তিনি আরও জানান, হামলাকারীদের তিনি চিনেন না। এ সময় তারা তাকে মেরে ফেলারও হুমকি দেন। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চিকিৎসকরা বলছেন, আয়াসের অবস্থা খুব গুরুতর নয়। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’

সারাবাংলা/এইচআই

ছুরিকাঘাত বৈবিছা ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর