Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৯ জন ‘পুশ ইন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২০:৪৬

‘পুশ ইন’ হয়ে আসা ১৯ জন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের ‘পুশ ইন’ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ‘পুশ ইন’র বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ‘পুশ ইন’ হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে ‘পুশ ইন’ করা হয়। পরে তাদের আটক করে বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ।

সারাবাংলা/এইচআই

খাগড়াছড়ি সীমান্ত পুশ ইন ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর