Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর যেন গুমের ঘটনা না ঘটে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৭ মে ২০২৫ ০০:০৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর যেন গুমের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে স্বোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবতাবিরোধী অপরাধ। তাই মানবাধিকার সমুন্নুত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে।’

তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। উল্লিখিত পরিসংখ্যান গুম হওয়া পরিবারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে। অনেক আতঙ্কিত পরিবার রিপোর্ট করারও সাহস পায়নি। সুতরাং আমাদের হিসাবে এ সংখ্যা কয়েকগুণ বেশি। এদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ। অনেকের মৃতদেহ পাওয়া গেছে, অনেককে আবার গ্রেফতার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী শাসনামলের একটি বর্বর দুঃশাসনের নমুনা।’

তারেক রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের ১০-১৫ বছরেও কোনো হদিস পাওয়া যায়নি। বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকরা। এ ছাড়াও গুমের শিকার হয়েছে দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষও।’

সারাবাংলা/এজেড/এইচআই

গুম সপ্তাহ তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর