Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের আশঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২২:০৭ | আপডেট: ২৭ মে ২০২৫ ০৯:৫৬

বৃষ্টিমুখর দির। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ মে) রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী ২৮ মে সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ওইসব বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিলিমিটার থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন

কানাডার লিগে খেলবেন সাকিব
৩১ আগস্ট ২০২৫ ২২:২১

আরো

সম্পর্কিত খবর