ঢাকা: ৪৩তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬৫ জনকে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রম উল্লিখিত শর্তে নিয়োগ দেওয়া হলো।
তাদের আগামী ১ জুনের মধ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
https://files.dainikshiksha.com/145808/110.pdf
এই ঠিকানায় সম্পূর্ণ তালিকাটি দেখা যাবে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রভাষক পদে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পাওয়া এসব কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকবেন। এ সময়কালে অন্যত্র বদলির আবেদন বিবেচনাযোগ্য হবে না।