Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজ আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের: দুদক কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:২৫

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি

কুষ্টিয়া: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) আয়োজনে কুষ্টিয়ায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৬ মে) জেলা প্রাশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলে এ গণশুনানি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘আমরা যেমন সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি মনে করেন প্যাকেজে আছি চিন্তার কোনো কারণ নেই, তাহলে এই নাটকের কোনো দরকার নেই। আমরা দায়িত্ব পালন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। তিনি বলেন, ‘দুনীর্তিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

এ সময় কুষ্টিয়ায় সরকারি আধা-সরকারিসহ বিভিন্ন দফতরের সেবা থেকে বঞ্চিত হওয়া সাধারণ নাগরিকদের সরাসরি অভিযোগ শোনেন দুদুক। অভিযোগের বিষয়ে তদন্ত বা উপযুক্ত সিদ্ধান্ত দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

কুষ্টিয়া দুদক দুদক কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর