Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্র কাঠামো মেরামতে ছাত্রদলের ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ০৯:০০

কর্মশালাটি পূর্বাচলের সি কাল্ব রিসোর্টে অনুষ্ঠিত হয়।

ঢাকা: বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-নেতাদের নিয়ে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও লিডারশীপ উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ কর্মশালা সম্পন্ন হয়।

রোববার ও সোমবার (২৫ ও ২৬ মে) দুই দিনব্যাপি কর্মশালাটি পূর্বাচলের সি কাল্ব রিসোর্টে অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র মেরামতের রূপরেখা, ছাত্র রাজনীতির ভূমিকা, লিডারশীপ অর্জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম কিভাবে বিস্তৃত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ছাত্রদল সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের বলেন, “বর্তমান দুঃশাসনের অবসান ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। ছাত্রদল সেই লক্ষ্যেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করছে।”

এছাড়া, এই কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

কর্মশালা ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর