Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন যুগের শুরু—রিয়ালে এসেই বিশেষ বার্তা আলোনসোর

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫ ০৯:২৬

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিলেন আলোনসো

কার্লো আনচেলত্তির উত্তরসূরি হতে যাচ্ছেন তিনি, এটা জানা গিয়েছিল আগেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক মাদ্রিদ তারকা জাভি আলোনসো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই আলোনসো বলছেন, রিয়ালে নতুন যুগের সূচনা করতে চান তান।

রিয়ালের হয়ে আলোনসো খেলেছেন পাঁচ মৌসুম। এটি করে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা, দুটি কোপা ডেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। নিজের সাবেক ক্লাবের সঙ্গে এবার নতুনভাবে যুক্ত হয়েছেন তিনি। কোচ হিসেবে রিয়ালের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছেন আলোনসো।

বিজ্ঞাপন

৪৩ বছর বয়সী আলোনস নিজের জাদু দেখিয়েছেন বেয়ার লেভারকুসেনের হয়ে। গত মৌসুমে রূপকথার গল্প রচনা করে অপরাজিত থেকেই জার্মান বুন্দেসলিগা জেতে লেভারকুসেন। জার্মান কাপও ঘরে তুলেছিলেন তারা। টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তিও গড়েছিল আলোনসোর দল।

রিয়ালের হয়েও দারুণ কিছু করে দেখাতে চান আলোনসো, ‘আমাদের দারুণ একটা দল আছে। দল অসাধারণ সব খেলোয়াড়ে ভরপুর। দারুণ কিন্তু অর্জনের সম্ভাবনা আছে। আমার বিশ্বাস রিয়ালে নতুন যুগের সূচনা হবে। আমরা অনেক কিছু জিততে পারব।’

কোচ হিসেবে রিয়ালে ফিরতে পেরে উচ্ছ্বসিত আলোনসো, ‘এটা আমার জীবনের একটা বিশেষ দিন। রিয়াল আমার বাড়ি। মাদ্রিদের সঙ্গে আমার বন্ধন কখনোই ছিড়বে না। আমার মধ্যে নতুন একটা অনুভূতি কাজ করছে।’

আগামী জুনে ক্লাব বিশ্বকাপ দিয়েই শুরু হবে আলোসনোর রিয়াল মাদ্রিদ মিশন।

সারাবাংলা/এফএম

জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর