Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীন-জয়সুরিয়াকে ছাড়িয়ে সূর্যকুমারের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫ ১১:২৬

শচীন-জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

এই মৌসুমে তার ব্যাটে যেন ঝড় উঠেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে রানের বন্যা বইয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। গ্রুপ পর্বের শেষভাগে এসে সূর্যকুমার গড়লেন নতুন রেকর্ড। শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে মুম্বাইয়ের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন সূর্যকুমারের।

গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সূর্যকুমার। এই ইনিংসে খেলার পথেই তিনি ভেঙেছেন শচীনের ১৫ বছরের পুরনো রেকর্ড। ২০১০ আসরে ১৫ ইনিংসে ৬১৮ রান করেছিলেন শচীন। এতদিন এটাই ছিল মুম্বাইয়ের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড।

বিজ্ঞাপন

এবারের আসরে ১৪ ইনিংসের সূর্যকুমারের রান দাঁড়িয়েছে ৬৪০। এখনো প্লে-অফের ম্যাচগুলো বাকি। মুম্বাইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের ভিন্ন দুই আসরে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সূর্যকুমার। ২০২৩ সালেও তার ব্যাট থেকে ১৬ ইনিংসে এসেছিল ৬০৫ রান।

শচীনকে ছাড়িয়ে যাওয়ার রাতে আরেক কিংবদন্তি জয়সুরিয়াকেও ছাড়িয়ে গেছেন সূর্যকুমার। মুম্বাইয়ের হয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনিই। এখন পর্যন্ত ৩৩টি ছক্কা মারা সূর্যকুমার ছাড়িয়ে গেছেন ২০০৮ সালে ৩১টি ছক্কা মারা জয়সুরিয়াকে।

এই আসরে ১৪ ইনিংসের সবকটিতেই অন্তত ২৫ রান করেছেন সূর্যকুমার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ইনিংসে ২৫ বা এর বেশি রানের কীর্তি এটি। সূর্যকুমার এখানে  ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে (১৩ ইনিংস)।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ জয়সুরিয়া শচীন টেন্ডুলকার সূর্যকুমার যাদব