ঢাকা: সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। এরই মধ্যে তারা ৪৪ জন কর্মকর্তার তালিকা তৈরি করে তা প্রকাশ করেছে। ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবি নিয়ে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সকাল ৯টা থেকে অবস্থান নিয়ে তারা নানা শ্লোগান দিচ্ছেন। তারা বলছেন, ‘এই বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই। এই আমলারা থাকলে বাংলাদেশ কাশ্শ্মিরে পরিণত হবে। সচিবালয়ের সামনে সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে।’ এই ১৪৪ ধারা জারির মধ্যে আন্দোলন করায় পুলিশ এসে তাদেরকে উঠে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়ান আন্দোলনকারীরা। তারা বলছেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এসে আমাদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিলে আমরা চলে যাব। এ সময় তারা জনপ্রশাসন সচিবের অপসারণও দাবি করেন। এর আগে গতকাল সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়৷’

পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়ান আন্দোলনকারীরা।
এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা। সকালে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।
এর আগে, সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে আগামীকাল মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে সোমবার টানা তৃতীয় দিনের মতো সোমবার সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন তারা।