Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১২:০৩ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৩:২৭

নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করে এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এছাড়া, এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। এরপর ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

আসামি গ্রেফতার সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর