Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়কে অপহরণ-হত্যাচেষ্টা মামলা
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৩:২১ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৫:০০

খালাস পেয়েছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাত বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ আদালতে উপস্থিত ছিলেন শফিক রেহমান। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলার রায়ে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর। এর মধ্যে মাহমুদুর রহমান গত ১০ ফেব্রুয়ারি খালাস পেয়েছিলেন। এবার শফিক রেহমানও খালাস পেয়েছেন। বাকি রয়েছেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

বিজ্ঞাপন

গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আদালতে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে তার সাজা পরোয়ানা স্থগিত করা হয়। পরে গত ২৭ এপ্রিল সাজার বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়। ওই দিন শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেন আদালত।

সারাবাংলা/আরএম/এমপি

জামিন শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর