Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ের পর শোকরানা নামাজ পড়লেন জামায়াত নেতা-কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৩:১৯

শোকরানা নামাজ আদায় করেছেন নেতা-কর্মীরা।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর শোকরানা নামাজ আদায় করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এনেক্স ভবনের সামনে দুই রাকায়াত নামাজ আদায় করেন তারা। এরপর সাংবাদিকেদের কাছে শুকরিয়া জানান জামায়াতের এসব নেতাকর্মী।

নেতা-কর্মীরা বলেন, ‘এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের আমাদের অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন। অবশেষে আজ রায় দিলেন আপিল বিভাগ। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এছাড়া যেকোনো ভালো খবরের পর শোকরানা নামাজ আদায় করতে হয়। তাই আমরা নামাজ পড়েছি।’

বিজ্ঞাপন

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

বিজ্ঞাপন

কানাডার লিগে খেলবেন সাকিব
৩১ আগস্ট ২০২৫ ২২:২১

আরো

সম্পর্কিত খবর