Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৪:১৩

বাসস্ট্যান্ডে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসষ্ট্যান্ড বনিক সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ও তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) চন্দনী বাসস্ট্যান্ডে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মালেক শিকদার, চন্দনী ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন খান, বিএনপি নেতা নাজিমুদ্দিন মোল্লা, প্রফেসর আব্দুস সালাম মন্ডল, ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর,বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, এলাকাবাসী মোতালেব হোসেন মীর, মতিউর রহমান মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ, একে আজাদসহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামে গত ২৩ মে দিনগত রাত ২টার দিকে ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল বিশ্বনাথের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অস্ত্রের মুখে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। চন্দনীবাসী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন দুর্ধর্ষ ডাকাতি এর আগে কখনো হয়নি। আমরা বলতে চাই স্থানীয়দের সহযোগিতা না থাকলে এমন দুর্ধর্ষ ডাকাতি সম্ভব হতো না। ডাকাত দলের সদস্যরা আমাদের আশপাশ দিয়েই ঘুরছে। তাই আমরা প্রশাসনের কাছে বলতে চই আপনারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদলকে গ্রেফতার করুন। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে গত ২৩শে মে দিনগত রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল বিশ্বনাথের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অস্ত্রের মুখে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। পরে বিশ্বনাথকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর একটি হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এমপি

মানববন্ধন রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর