Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরি অধ্যাদেশ
সমস্যা সমাধানে ৭ সদস্যের কমিটি গঠন, বিকালে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৫:৪৭

সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান সংকট নিরসনে ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে কমিটি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত কর্মচারীরা বলছেন কমিটির বৈঠকের ওপরে নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবারও (২৮ মে) আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মচারীরা। যদিও এ সময় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদ সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। কিন্তু সাংবাদিকরা না থাকায় সচিবালয়ের ডিসিকে বার বার অনুরোধ করেছি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিতে। কিন্তু তারা সে অনুরোধ শোনেননি। আজ প্রতিটি মন্ত্রণালয় থেকে কর্মকর্তা কর্মচারিরা বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছেন। প্রত্যেকের দাবি একটাই সবাই এই কালো অধ্যাদেশ বাতিল চান। তিনি আরো বলেন, আমরা ঘরে ফিরতে চাই তবে যতক্ষণ পর্যন্ত এই কালো অধ্যাদেশ বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তাদের বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে সচিবালয়ের বাইরে থাকা কর্মচারীরাও। বলেন, ‘আমরা বলেছি এই আইন কিছু অসাধু কর্মকর্তারা অপপ্রয়োগ করবে। এতে সরকারের কিংবা আমাদের কারো লাভ নেই। লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের। আইনটি বাস্তবায়ন শুরু হলে অপপ্রয়োগ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে আমাদের কর্মকর্তাদের মন্ত্রণালয়গুলো থেকে হুঁশিয়ারি করা হয়েছে। আমাদেরকেও রুমের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু আজ কোনো কর্মচারি ঘরে আটকে রাখতে পারেনি। তিনি বলেন, দাবি মেনে না নিলে আগামী দিনে আন্দোলন আরো তীব্র আকার ধারন করবে। তিনি বলেন, ভূমি সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন হয়েছে শুনেছি। ওই কমিটি বিকালে আমাদের নিয়ে মন্ত্রিপরিষদে বৈঠকে বসবে শুনেছি। তবে এখনো আমাদেরকে এ বিষয়ে কিছু বলেনি।’

বিজ্ঞাপন

একই কথা বলেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর। তিনি বলেন, আগামী কাল সাড়ে দশটায় আমাদের কর্মসূচি রয়েছে। এরমধ্যে যদি অধ্যাদেশ বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয় তাহলে বুধবার (২৮ মে) পরবর্তী উদ্যোগ কি হতে পারে সে ঘোষণা আসবে।

এর আগে এই বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের সই করা আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৭ মে ২০২৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই সিদ্ধান্ত অনুযায়ী দর্শনার্থী প্রবেশ করতে না দেওয়া হলেও সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেওয়া হয়। পরে দেড়টার দিকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের অনুমতি পায়।

সারাবাংলা/জেআর/এমপি

আন্দোলন সচিবালয় সরকারি চাকরি অধ্যাদেশ