ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ও স্বস্তিদায়ক করতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, এবার ঈদে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে সরকার আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে এক দিনে দেড় কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে।
মোজাম্মেল হক বলেন, ঈদের ছুটি ২ দিন হলে একদিনে ৪০ লাখ করে দুই মানুষ গ্রামে যাবেন। ঈদের ছুটি ১ দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল, নৌপথের নেই। ঈদুল আজহায় সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যাবে। এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন।
তিনি বলেন, গত ঈদুল ফিতরে চারদিনের ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছিল, ফলে ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। দুর্ঘটনা ও প্রাণহানিও কমেছিল আগের তুলনায়।
তিনি আরো নির্বাহী আদেশে দেওয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনলে পবিত্র ঈদুল ফিতরের মত ঈদুল আজহায়ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে।
উল্লেখ্য, এবারের কোরবানির ঈদ ঘিরে ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের ছুটি দিয়েছে সরকার। এর মধ্যে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।