ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। ফলে বুধবার (২৮ মে) সকালে সচিবালয়ে যে কর্মসূচি পালনের কথা ছিল তা হচ্ছে না।
মঙ্গলবার (২৭ মে) এই সংকট নিরসনে গঠিত কমিটির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।
বৈঠক শেষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, তিনিসহ কয়েকজন সচিবকে বিষয়টি দেখার জন্য আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদেরকে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা বৈঠকে শ্রমিকদের কথা শুনেছি। বুধবার (২৮ মে) সকাল ১০টায় তারা মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারীদের সঙ্গে আলোচনার কথা জানানো হবে।’
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের আন্দোলন থেকে বিরত থাকতে বলা হয়েছে তাই বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা দেখবো সরকারের পক্ষ থেকে কি ঘোষণা আসে, তারপর পরবর্তী পদক্ষেপ নেব।’