কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় জলবায়ু স্থিতিস্থাপকতা কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারীদের ক্ষমতায়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এ আয়োজন করে।
মঙ্গলবার (২৭ মে) উপজেলার রাজেন্দ্র আশালতা হাইস্কুলে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা বাশঁ-বেত দিয়ে পরিবেশ বান্ধব ও বাজারযাতযোগ্য পণ্য তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন।
উদ্যোক্তা হিসেবে আত্ননির্ভরশীলতা গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন বক্তারা।
এ সময় অতিথি ছিলেন— ইটনা উপজেলার বিআরডিবি কর্মকর্তা ইলিয়াস হোসেন ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর জেলা সমন্বয়ক কামরুল ইসলাম।