Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:৩২

গ্রেফতার সোহাগ মৃধা

ফরিদপুর: ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে অভিযানে সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও সোহাগ মৃধার নামে জেলার কোতোয়ালি থানাসহ জেলার অন্যান্য থানাতে চুরি, ছিনতাই, অপহরণ, মাদকসহ সাতটি মামলা আছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ গ্রেফতার ফরিদপুর বিদেশি পিস্তল যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর