Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়: হাসনাত আবদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২৭ মে ২০২৫ ২৩:২৩

চট্টগ্রাম নগরীর চকবাজারে মহানগর এনসিপি আয়োজিত পথসভায় হাসনাত আবদুল্লাহ। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: টাকার বিনিময়ে এবং মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজারে মহানগর এনসিপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরুর আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আপনার বাবা বেতন পান ৪০ হাজার টাকা, ফ্ল্যাট ভাড়া দেন ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দেন দেড় লাখ টাকায়, আপনি যদি আপনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার শিক্ষাটা যথাযথ হচ্ছে না। আমাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে পরিবার থেকে। প্রথমে প্রশ্ন করতে হবে বাবার ইনকাম নিয়ে। বাবার ইনকামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার সৎ সাহস যদি আমাদের থাকে, তাহলে রাষ্ট্রক্ষমতায় যারা থাকে, তাদের প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, অনেক বড়। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফ্যাসিবাদির হাতে তুলে দেব না। আমরা চাই না, আমাদের কোনো ভাই-বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা, যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয়, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা।’

তিনি বলেন, ‘আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে। আমাদের দেশের নেতারা গরীবের সম্পদ লুন্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিৎ।’

বিজ্ঞাপন

সমবেতর কাছে হাসনাত প্রশ্ন রাখেন, ‘আমরা কি এক হাজার টাকা দিলে আমার ভোটটা বিক্রি করবো? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো?’

তিনি বলেন, ‘আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি যদি ভোট বিক্রি করতে চান, আপনারা প্রতিবাদ করুন। আপনি বলুন, আপানারা যে আজ ভোটটা বিক্রি করে দিচ্ছেন, পাঁচ বছর আপনাদের নির্যাতন করবে। আমি নিজে যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দিই, তাহলে পাঁচবছর ধরে নেতা আমার ওপর জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ খুলতে পারবো না।’

জনতার উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদের আপনারা ভোট দেবেন। যদি দেখেন এনসিপিতে কোনো যোগ্য নেতৃত্ব নেই, তাহলে আপনাদের ভোট দেয়ারও প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেয়ার প্রয়োজন নেই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দেবেন। যাদের জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদের ভোট দেবেন।’

পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিককে খুন করবে না, গুম করবে না। বিদ্যমান যে সংবিধান, এ সংবিধানের বলে হাসিনা আমাদের দেশের নাগরিকদের গুম-খুন করেছে। আমরা চাই, এ সংবিধান বিলোপ করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে, যার মধ্য দিয়ে আগামীদিনের সবার জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।’

নগরীর চকবাজারের পর বহদ্দারহাট, শাহ আমানত সেতু চত্বর, নিউমার্কেট, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে এবং অলঙ্কার মোড়ে এনসিপির পথসভা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে আরও উপস্থিত আছেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

এর আগে রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং সোমবার উত্তর জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা।

সারাবাংলা/আরডি/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোট হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর