Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করায় ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৮:০৮

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে বালু মজুত করার এক বালু ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন উপজেলা চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু মজুত করে চলাচলের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করে এবং পরিবেশের ক্ষতি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে দুই লাখ টাকা জারিমানা করেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জরিমানা নোয়াখালী ভ্রাম্যমাণ আদালত হাতিয়ায়

বিজ্ঞাপন

‎ওয়ালটনে কাজের সুযোগ
১৫ জুলাই ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর