বরিশাল: বরিশালের উজিরপুরে পৃথক স্থান থেকে কিশোর ও কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার ওটরা ও চকমান ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা লিটন হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৭) ও চকমান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা আক্তার (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশাং গ্রামের বসতঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাব্বির হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন সকালে চকমান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বসতঘর থেকে একই অবস্থায় জবেদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম জানান, দুটি ইউনিয়নে একই দিনে দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।