Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২০:৩৫ | আপডেট: ২৭ মে ২০২৫ ২৩:২৩

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সর্বস্তরের মানুষের দাবি। এ নির্বাচনের জন্যই এত লড়াই-সংগ্রাম, মামলা-হামলা এত গুম-খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।

তিনি মঙ্গলবার (২৭মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী, জন্ম বার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারিনি। এবার আর কোনো বাধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবো।

নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন— শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/এসআর

তালবাহানা নরসিংদী নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর