ইবি: কৃষকের ন্যায্য অধিকার আদায়ের জন্য টানা তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোকন বর্মণ।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে খোকন অবস্থান করেন। পরে তার সহপাঠী এবং সিনিয়ররা কর্মসূচিতে যোগ দেন। এর আগে গত দুই দিন খোকন বর্মণ একাই অবস্থান করেন।
এসময় তারা ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’, ‘খাদ্য দেয় যে তারই মুখে খাবার নেই, এই অবিচার চলবে না’, ‘কৃষকের দাম দাও, কৃষক বাঁচাও’, ‘কৃষি বাঁচাও কৃষক বাঁচাও, ন্যায্য মূল্য নিশ্চিত কর’, ‘মধ্যস্বত্বভোগী নয় দাম পাবে কৃষকই’, ‘ন্যায্য মূল্য চাই-অন্যায়ের বিচার চাই’ ইত্যাদি প্লাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ফারিহা ইসলাম বলেন, ‘আমরা আজ কৃষকের ন্যায্য মূল্যের অধিকারে জন্য কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমাদের দেশের কৃষকরা সব সময় বৈষম্যের শিকার হয়। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়না। সব সময় একটি মধ্যস্বত্বভোগী শ্রেণি ফায়দা লুটে। এর ফলে অনেক সময় কৃষকরা তাদের ফসলের খরচ তুলতে পারেনা। তাই আমরা চাই সরকার কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিবে এবং দেশের মানুষ কৃষকের অধিকারের বিষয়ে সচেতন হবে।’
কর্মসূচির বিষয়ে খোকন বর্মন বলেন, ‘আমি এক কৃষক পরিবারের ছেলে। তাই আমি জানি কৃষকদের অসহায়ত্বের কথা। যে আলু আমরা পাঁচ টাকায় বিক্রি করি সে আলু মধ্যস্বত্বভোগীদের হাত ধরে কয়েক গুণ বেশি দামে ভোক্তারা কিনছে। এতে মূল দাম নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগী। তাই আমি দেশের কৃষকদের ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগেও আরও দুইদিন একক অবস্থান কর্মসূচি পালন করেছি। আজ আমার সঙ্গে আমার সহপাঠী ও সিনিয়র ভাইয়েরা যুক্ত হয়েছেন। আমি এই অবস্থান কর্মসূচি কৃষকদের ন্যায্য অধিকার পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাব।’