ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ‘মানি এসকর্ট’ সেবা দিবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে। এমতাবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ‘মানি এসকর্ট’ সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
তালেবুর রহমান জানান, সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো। কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ: ২২৩৩৮১১৮৮; ০২৪৭১১৯৯৮৮; ০২৯৬১৯৯৯৯; ০১৩২০-০৩৭৮৪; ০১৩২০-০৩৭৮৪৬। জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯।