Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইট শেয়ারের মাধ্যমে ৩০৩ কোটি টাকা সংগ্রহ করবে বার্জার পেইন্টস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২১:৫৩

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোন দেওয়া হয়।

জানা গেছে, বার্জার পেইন্টস রাইটের মাধ্যমে ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১ হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ ১ হাজার ১১০ টাকা দরে ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে।

সংগৃহীত অর্থ ইকোনমিক জোনে অবস্থিত প্লটে তৃতীয় কারখানা স্থাপনে ব্যয় করা হবে। ১:১ অনুপাতে রাইট শেয়ার পাবেন বার্জারের শেয়ারহোল্ডাররা। তবে এই সুযোগ কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের জন্য প্রযোজ্য হবে না।

বার্জারের রাইটের ইস্যু ব্যবস্থাপনাট দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সারাবাংলা/জিএস/পিটিএম

বার্জার পেইন্টস রাইট শেয়ার