Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিল এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৭ মে ২০২৫ ২২:২০ | আপডেট: ২৮ মে ২০২৫ ১০:২৬

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের ৯টি সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কর অব্যাহতি দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) ও আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (১) আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩-এর অনুচ্ছেদ ২–এর দফা (১৩)–এর ক্ষমতাবলে বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই ৯ প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো এই করছাড় ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানগুলো কর ছাড় পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এনবিআর কর অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর