Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে দেখতে গেলেন উপদেষ্টা শারমীন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২২:৪৭

বিএমইউ হাসপাতালে সিরাজুম মুনিরাকে দেখতে যান উপদেষ্টা।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে (২০) দেখতে গেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুম মুনিরাকে দেখতে যান তিনি।

এ সময় তিনি সিরাজুম মুনিরার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

গত ২৪ মে সিরাজুম মনিরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লকের সাত তলায় আইসিইউ ইউনিটে ২ নম্বর বেডে ডাক্তার যাদব চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।

বিজ্ঞাপন

মুনিরার মা জহুরা খাতুনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মুনিরার মস্তিষ্কের রক্তক্ষরণ এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

উপদেষ্টা শারমীন সিরাজুম মুনিরা

বিজ্ঞাপন

‎ওয়ালটনে কাজের সুযোগ
১৫ জুলাই ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর