ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মানসিক ভারসাম্যহীন সাইদুল ইসলামের (৪০) কোদাল ও কাঁচির কোপে বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকার পাঁচগাঁও গ্রামের ছলিম উদ্দিন ফকিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) ও একই গ্রামের শহীদের স্ত্রী হাফেজা বেগম (৪৫)। আহতরা হলেন- মুক্তিযোদ্ধা সোলায়মান সিকদার (৮১) ও লাইলী বেগম (৫২)।
স্থানীয়রা জানায়, বিকেলে আশরাফ উদ্দিন নিজ বাড়ির উঠানে ধান মাপার কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে সাইদুল কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে হামলাকারী সাইদুল শহীদের স্ত্রী হাফেজাকে বাড়িতে ঢুকে ধান কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। সাইদুলকে বাধা দিতে গেলে সিকদার ও লাইলী আহত হন। বর্তমানে তারা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়দের আরও জানান, সাইদুল কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন।
ভালুকা মডেল থানা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে।