Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠনে প্রধান উপদেষ্টাকে চিঠি   

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ০৮:৩৮ | আপডেট: ২৮ মে ২০২৫ ১২:৫৫

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠনের দাবিতে প্রধান উপদেষ্টাকে আবেদন করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (২৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যানের মাধ্যমে তিনি এ আবেদন করেন। সাইফুলের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ি বাজার এলাকায়। তিনি জুলাই আন্দোলনের সংগঠক ও বিএনপির রাজনৈতিক কর্মী।

প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠি।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। এরপর ১০টি সংস্কার কমিশন গঠন করেন। সংস্কার কমিশনগুলোর অধিকাংশই প্রতিবেদন দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কোনো কমিশন গঠন করা হয়নি।

রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র না থাকলে আদৌ দেশে গণতন্ত্র অর্জন করা সম্ভব নয়। তাই গণতন্ত্র চর্চা নিশ্চিত করতে রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠন করা আবশ্যক।

সারাবাংলা/আরএম/এনজে

চিঠি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল সংস্কার কমিশন