ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সৃজনশীল রূপ দিতে নতুন করে গঠন করেছে সংস্কৃতি সেল।
কেন্দ্রীয় আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এই সেল গঠিত হয়, যা দলের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, তদারকি ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
গঠিত এই সংস্কৃতি সেলের নেতৃত্বে আছেন তরুণ ও সংস্কৃতি-সচেতন নেতৃবৃন্দ। সেলের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সম্পাদক: তুহিনুর রহমান
সহ সম্পাদক: সৈয়দা নীলিমা সোনা
সদস্য: মো. মেহরাব কামাল, খাজজা মোর্শেদ, সাঈদ উজ্জ্বল, ইয়ায়িয়া জিসান, সালাউদ্দিন জামিল সৌরভ, তাজমুতা জাবীন
এনসিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সদস্যসচিব (ভারপ্রাপ্ত) সাইফ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, এই সংস্কৃতি সেলের মাধ্যমে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সমাজে ইতিবাচক সাংস্কৃতিক প্রভাব বিস্তার করবে।