Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক পার্টি’র প্রচার ও প্রকাশনা সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ০৮:৫৭

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের অনুমোদনে ‘প্রচার ও প্রকাশনা সেল’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে দলের মুখ্য সদস্যসচিব (ভারপ্রাপ্ত) সাইফ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেলে যাদের দায়িত্ব প্রদান করা হয়েছে, তারা হলেন:

সম্পাদক: মোহাম্মদ মিরাজ মিয়া
সহ সম্পাদক: এম এম শোয়াইব
সদস্যবৃন্দ: খান মুহাম্মদ মুরসালীন, মো. আবদুল মুকিম, সৈয়দা নীলিমা সোনা, এহসানুল, মাহবুব জুয়েয়ার, আজিজ আহমেদ, আসিফ মঈনুল জামাল, খালেদ সাইফুল্লাহ জুয়েল।

এই সেলের কাজ হবে দলীয় প্রচার কার্যক্রমকে বেগবান করা, প্রকাশনার মাধ্যমে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো।

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি প্রচার ও প্রকাশনা সেল