Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১০:৩২ | আপডেট: ২৮ মে ২০২৫ ১২:৫৪

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৮ মে) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ সমাবেশে উপস্থিত থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গত সোমবার (২৬ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি।’

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। যেকোনো ধরনের উসকানি এবং বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বোচ্চ ধৈর্য’ দেখাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সারাবাংলা/এজেড/এনজে

তারুণ্যের সমাবেশ নয়াপল্টন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর