ঢাকা: ঢাকার বায়ুমানে আজকে অবনতি দেখা গেছে। যদিও দূষণের মাত্রা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, তবে বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান উর্ধ্বে উঠেছে।
বুধবার (২৮ মে) সকাল ৯টা ৪০ মিনিটে বাতাসের গুণমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ছিল ৯৯, যা ‘মধ্যম’ বা ‘সাধারণভাবে গ্রহণযোগ্য’ হিসেবে গণ্য করা হয়।
এই মান অনুযায়ী, আজ ঢাকার অবস্থান দূষিত শহরের তালিকায় ১৩তম। অথচ মাত্র একদিন আগেই, মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৫৮, যা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয় এবং শহরটির অবস্থান ছিল ৪৩তম।
বিশ্বব্যাপী বায়ুমান পরিমাপকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার নিয়মিত এই তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি জানায়, শহরভেদে দূষণের মাত্রা তুলনা করেই এই অবস্থান নির্ধারণ করা হয়। ফলে কোনো শহরের দূষণ কম হলেও অন্যান্য শহরের তুলনায় বেশি হলে তালিকায় ওপরের দিকে উঠে আসতে পারে।
বুধবারের (২৮ মে) একিউআই তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানোয়, যার একিউআই স্কোর ১৯০ যা ‘অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে: কঙ্গোর কিনশাসা (১৬৬), ভারতের দিল্লি (১৫৬), দক্ষিণ কোরিয়ার ইঞ্চন (১৩৭) এবং সিউল (১২৭)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাতাসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণাগুলোকে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এই ধরনের বায়ুদূষণের মধ্যে বসবাস করলে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
পরিবেশবিদরা বলছেন, শহরের উন্নয়ন ও যানজট ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সাময়িক উন্নতি হলেও দীর্ঘমেয়াদে ঢাকার বায়ুমান আরও খারাপের দিকে যেতে পারে।